সেলুন ব্যবসায়ীক শ্বাসরোধ করে হত্যা, আটক ২

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯, ০৫:১২ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ব্রজ লাল শীল (৬২) নামের এক সেলুন ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই মানিক লাল শীলের ছেলে রঞ্জিত লাল শীল (৩০) ও সন্দেহজনক ভাবে এমরান হোসেন (২৭) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে সোমবার দিবাগত রাত ২টার দিকে নাথ পাড়া গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্রজ লাল শীল ওই এলাকার শীল বাড়ীর কানাই লাল শীলের ছেলে। তিনি স্থানীয় পাল্লা বাজারের সেলুন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার রাত ৯টার দিকে সেলুন বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে বের হন ব্রজ লাল শীল। কিন্তু এর পর থেকে তিনি আর বাড়ীতে ফিরেননি। রাতে তার পরিবারের লোকজন তার কোন সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এর একপর্যায়ে তাদের বাড়ীর পাশের একটি পুকুর পাড়ের নির্জনস্থানে গলায় রশি পেঁছানো অবস্থায় ব্রজ লাল শীলের লাশ দেখতে পায় তারা।

জানা গেছে, আটককৃত রঞ্জিত লাল শীল নিহত ব্রজ লাল শীলের সেলুনে কাজ করতো। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: