শহীদ এম. মনসুর আলীর ১০১তম জন্মদিবস পালন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯, ০৪:২৬ পিএম

বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহযোদ্ধা জাতীয় নেতা সিরাজগঞ্জের কৃতি সন্তান শহীদ এম. মনসুর আলীর ১০১তম জন্মদিবস পালন করা হয়েছে। 

জন্মদিবস উপলক্ষে বুধবার (১৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও  শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে শহীদ এম. মনসুর আলী স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, আওয়ামীলীগ নেতা এ্যাড. কে.এম. হোসেন আলী হাসান, আবু ইউসুফ সুর্য্য ও কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন। এছাড়াও শহীদ এম মনসুর আলীর জীবনী নিয়ে লেখা একটি বই এর মোড়ক উন্মোচন করা হয়। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: