রেলওয়ের কার্যক্রম পুরোপুরি চালু

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ০১:৪৭ পিএম

কমলাপুর রেলওয়ে স্টেশনে গত বুধবার কম্পিউটার বেজড ইন্টার লকিং সিস্টেমে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা রাত ১টায় মেরামত করে রেলওয়ের কার্যক্রম পুরোপুরি চালু করা হয়েছে। ফলে রেল চলাচলে কোন প্রকার সমম্যা নেই এবং কোন ট্রেনে শিডিউল বিপর্যয় নেই বর্তমানে।

আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: শরিফুল আলম এ তথ্য জানান।

উল্লেখ্য, বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল স্টেশনের মূল ভবনের দোতলায় অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে (রিলে রুম) অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফলে কমলাপুর স্টেশনে ট্রেন আগমন ও বহির্গমনে ম্যানুয়ালি কাজ চালানো হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালুর নির্দেশনা প্রদান করেন। পরে সংশ্লিষ্টদের তৎপরতায় রাত ১টার মধ্যেই মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্টদের রেলপথ মন্ত্রী ধন্যবাদ জানান।

বিডি২৪লাইভ/এএইচআর/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: