কুবিতে রসায়ন সপ্তাহের সমাপণী উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ০৯:২৬ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও রসায়ন সপ্তাহের সমাপণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালীর মাধ্যমে এ উৎসবের শুরু হয়। পরে বিকাল ৫টায় বিজ্ঞান অনুষদে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়।

রসায়ন সপ্তাহের এ সমাপণী উৎসবে বিভিন্ন খেলায় বিজয়ীদের নিকট পুরস্কার বিতরণ, রসায়ন সমিতির ২০১৮ বর্ষের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের নিকট ক্রেস্ট বিতরণ, প্রবীণদের বিদায়, নবীনদের বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

রসায়ন বিভাগের সভাপতি ড. এ. কে. এম. রায়হান উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক আবেদীন।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিহির লাল ভৌমিক, মোহাম্মদ আতিকুর রহমান, রাসেল মনি এবং একই বিভাগের প্রভাষক মোহাম্মদ জুলহাস উদ্দিন, মোঃ রবিউল আলম, মোঃ মাছুম বিল্লাহ, রসায়ন সমিতির সহ-সভাপতি জোবায়ের আহমেদ জিলানী, সাধারণ সম্পাদক ফয়সাল খান সহ সকল নেতৃবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীবৃন্দও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: