মন্ত্রিসভায় চমক, কারণ জানালেন নতুন মন্ত্রী

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯, ০৮:১৭ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে চমক দেখিয়ে মন্ত্রিসভা গঠন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চমক দেখানো এ মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি প্রথমবারের মত আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে প্রথম নির্বাচন করেছেন, প্রথমবার নির্বাচিত হয়েছেন এবং এমপি হয়েই মন্ত্রির আসনে বসেছেন।

মন্ত্রিসভায় নতুন মন্ত্রী বেশি কেন? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যক্তিগত ধারণা থেকে তার কারণ জানিয়েছেন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারবেন কেন উল্লেখ করে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, ‘তবে প্রধানমন্ত্রী একটি রেডিকেল ফোর্স তার রাষ্ট্রীয় পরিকল্পনা, সরকার পরিচালনার ক্ষেত্রে গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে সরকারকে অধিক উদ্যামী, অধিক দূরদর্শী এবং কাজের গতিকে বাড়ানোর বিষয়টি তারুণ্যে বা যৌবনে যারা আছে তারা যে পরিমাণ কর্ম স্পীহা দেখাতে পারেন, নিজেরা স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। সেই জায়গায় অপেক্ষাকৃত নতুনদেরকে যদি পুরনদের সঙ্গে সমন্বিত করা না হয় তাহলে টিম স্প্রিট যেমন হবে না। তেমনি নতুনদের ট্রেইন আপ করা সম্ভব হবে না। এই ক্ষেত্রে গতি বৃদ্ধি করা। নতুনের আগমনকে স্বাগত জানিয়ে প্রবীণের অভিজ্ঞতার সঞ্চার তাদের ভেতর করাবার জন্যে। এটা একটা কারণ হতে পারে।’

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী দ্বিতীয় কারণ প্রসঙ্গে বলেন, ‘আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সনাতনী পদ্ধতির বাইরে গিয়ে দ্রুততম পদ্ধতির জায়গাটাকে বিবেচনা করেছেন। সেই বিষয়টা মনে হয় তরুণরা অধিক তৎপরতার সঙ্গে দিতে পারবে। সর্বশেষ এবার যে নির্বাচন গেল তার পূর্বের নির্বাচনেও দেখা গেছে তরুণরা যে ভূমিকাটা রাখতে সক্ষম হচ্ছে, যুবকরা যে ভূমিকাটা রাখতে সক্ষম হচ্ছে এটা কিন্তু অপেক্ষাকৃত ভাবে প্রবীণের চেয়ে এগিয়ে আসছে। এই সকল বিষয়টা হয়তো বিবেচনায় গ্রহণ করে প্রধানমন্ত্রী একটা সমন্বিত অবস্থা নিয়েছেন বলে আমার ব্যক্তিগত ধারণা।’

শ ম রেজাউল করিম বলেন, ‘আমি সব সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। ১/১১ সময় যখন সবাই হারিয়ে গিয়েছিল আমি তখন আগে ছিলাম। এরশাদের মার্শাল, জিয়ার মার্শাল এর সময় সকলের আগে ছিলাম। হ্যাঁ, দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। কিন্তু, চ্যালেঞ্জ থেকে সরিনি। আমার কাছে মনে হয়েছে (গৃহায়ণ ও গণপূর্ত) এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমি সামলে নিতে পারব। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন এবং যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেব।’

উল্লেখ্য, পিরোজপুর-১ (পিরোজপুর সদর -নাজিরপুর-স্বরূপকাঠি) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পান আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচনে জয়ও ছিনিয়ে আনেন তিনি।

বিডি২৪লাইভ/টিএএফ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: