মাদ্রাসা ও মন্দিরের এতিমদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯, ০৪:১৬ পিএম

গোপালগঞ্জে মাদ্রাসা, এতিম খানা ও মন্দিরের এতিম নিবাসীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ৮৫-৮৬ আড়াইশ এতিমের মধ্যে এ কম্বল বিতরণ করে।

গোপালগঞ্জ শহরের ইসকন মন্দির, কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিম খানা, গোপালগঞ্জ মুসলিম এতিম খানা ও আড়পাড়া মুসলিম এতিমখানার এতিমদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্ধন ৮৫-৮৬ এর সভাপতি অহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা, ট্রেজারার সিলভিয়া আক্তার চীনা, কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মুফতি মোঃ হাফিজুর রহমান, ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপতি সরকার, গোপালগঞ্জ মুসলিম এতিমখানার মোহতামিম মুহিবুল্লাহ নসরু। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: