সিঙ্গাপুর গেলেন এরশাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯, ০২:৪৫ পিএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর গেছেন।

আজ রবিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

দেশ ছেড়ে যাওয়ার আগে নিজের সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান জাপা চেয়ারম্যান এরশাদ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ ও হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদও।

বিমানবন্দরে এ সময় এরশাদকে বিদায় জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলের সিনিয়র নেতারা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এরশাদ বার্ধক্যজনিত নানা ধরনের রোগে ভুগছেন। সিঙ্গাপুর থেকে কবে দেশে ফিরবেন তা ঠিক হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: