নিখোঁজ ১৮ শ্রমিক রেখে উদ্ধার কাজ সমাপ্ত

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৭:৪৮ পিএম

মুন্সীগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ৭ দিন পর উদ্ধার কাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসন উদ্ধারকাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করেন।

তবে ২০ জন নিখোঁজ শ্রমিকের মধ্যে গতকাল রবিবার দুইজন শ্রমিকের মরদেহ মেঘনা নদীতে ভেসে ওঠে। আর বাকী ১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী জানান, নিখোঁজ ট্রলার উদ্ধারকাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মেঘনা নদী থেকে নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন নিখোঁজ রইল আরও ১৮ জন শ্রমিক। শ্রমিকদের স্বজনরা নিজেদের গ্রামের বাড়ি পাবনায় ফিরে গেছে। যদি পরে আর কোন মরদেহ উদ্ধার করা হয় বা ভেসে ওঠে সে ক্ষেত্রে স্বজনদের খবর দিয়ে আনা হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: