পরিচালক বরখাস্ত, যা বলল দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ১০:১৯ পিএম

আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, আর্থিক লেনদেন ও দুর্নীতির অনুসন্ধানে পাওয়া তথ্য ফাঁস হওয়ার ঘটনায় দুদক পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করার ঘটনা নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বরদাশত করা হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘খারাপ কাজ করলে বহিষ্কার হতেই হবে। সদ্য পদোন্নতি পাওয়ার পরও মাফ করা হয়নি তাকে (ফজলুল হক)।’

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা হয়েছে কিনা- জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘কোনো তালিকা করছি না। যাদের বিরুদ্ধে গাফিলতি ও অপরাধের অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, অবৈধ লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে মঙ্গলবার দুদক পরিচালক ফজলুলক হককে সাময়িক বরখাস্ত করা হয়।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: