ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ০৫:০০ এএম

আবারও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে জেনারুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

নিহত জেনারুল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত্রে জেনারুলসহ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নং সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে।

এসময় ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে জেনারুল গুলিবিদ্ধ হয়ে তারকাটার ওপারে ভারতীয় ভূখন্ডে ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা পালিয়ে আসে।

৪২ বিজিবি’র কারিগাঁও কোম্পানী কমান্ডার এনামুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জেনারুলের লাশ আইনী প্রক্রিয়া শেষে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে। লাশ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নং সীমান্ত এলাকায় তারকাটার ওপারে ভারতীয় ভূখন্ডে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার বিষয়টি ৪২ বিজিবির কোম্পানী কমান্ডার এনামুল হক আমাদের নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: