বিজ্ঞানী ব্রুনো স্মরণে বাকৃবিতে বিজ্ঞান প্রতিযোগিতা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ০৬:১০ পিএম

বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিজ্ঞান প্রতিযোগিতা, বক্তৃতা ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করেছে ‘বিজ্ঞান চর্চা কেন্দ্র’ বাকৃবি শাখা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদীয় গ্যালারীতে ওই প্রতিযোগিতায় ১ম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

বিজ্ঞান চর্চা কেন্দ্রের সভাপতি সৌরভ সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীয়তউল্লাহ এবং রয়েল মিডিয়া কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক সেজুঁতি চৌধুরী। প্রতিযোগিতায় পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: