শহীদ কাপুরের শুটিং স্পটে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ০৬:১১ পিএম

শাহিদ কাপুরের নতুন ছবি ‘কবীর সিং’এর শুটিং স্পটে একটি দুর্ঘটনা ঘটে৷ বৃহস্পতিবার সেখানেই এক যুবকের মৃত্যু হয়েছে।

মুসৌরির এক পাঁচতারা হোটেলে বৃহস্পতিবার শ্যুটিং চলছিল শাহিদ কাপুরের নতুন ছবি ‘কবীর সিং’-এর৷ বেশ কয়েক দিন ধরেই মুসৌরিতে শুটিং চলছিল সিনেমাটির। সেখানেই জেনারেটরের দেখাশোনার কাজে নিযুক্ত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রামু৷ 

ভারতীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে। জানা গেছে, শুটিংয়ে ব্যবহৃত জেনারেটর চালাতে গিয়ে মৃত্যু হয়েছে রামু (৩০) নামের এই যুবক। উত্তর প্রদেশের মুজফ্ফরপুরের বাসিন্দা রামু, কর্মসূত্রে থাকতেন দেহরাদুনের প্রেমনগরে। সেখানকার এক জেনারেটর কোম্পানির কর্মচারী ছিলেন তিনি।

পুলিশ সূত্র থেকে জানা গেছে যে, জেনারেটরে তেল আছে কি না দেখতে গিয়ে রামুর গলার মাফলারটি জড়িয়ে যায় জেনারেটরের পাখার সঙ্গে। এর ফলে গুরুতর আহত হন রামু। তাকে দেহরাদুনের ম্যাক্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জানা গেছে, রামুর তিন ভাই ও এক বোন আছে। ছবির ইউনিটের তরফ থেকে সকলেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রযোজক সংস্থার তরফ থেকে রামুর পরিবারকে আর্থিক সাহায্যের কথাও জানানো হয়েছে। দক্ষিণের ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক এই ছবিটি ২১ জুন বলিউডে মুক্তি পাবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: