বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ০৮:৫৩ পিএম

টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেমন হওয়া উচিত অবশেষে সেই চেহারায় ফিরেছে বিপিএল। শুরুতে যেমন রান হতো না এখন নিয়মিতই রান হচ্ছে। ব্যাটসম্যানরা ভালো উইকেট পেয়ে জ্বলেও উঠছেন।

যারই ফলশ্রুতিতে গত ২১ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স।

চারদিনের মাথায় আসরের দ্বিতীয় ও তৃতীয় সেঞ্চুরিয়ানের দেখাও পেয়ে গেল বিপিএল। আজ সেঞ্চুরি হাঁকান অ্যালেক্স হেলস ও রুশো।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান করে রংপুর রাইডার্স। যা বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। জয়ের জন্য চিটাগংকে করতে হবে ২৪০ রান।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: