পররাষ্ট্রমন্ত্রীর বাসার দেয়াল ভাঙলেন মেয়র আরিফুল!

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯, ০১:১৮ পিএম

সিলেট নগরীর সৌন্দর্যবর্ধনের প্রয়োজনে সড়ক প্রশস্তকরণে এবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসা হাফিজ কমপ্লেক্স এর দেয়াল ভাঙলেন সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

জানা গেছে, দেয়াল ভাঙতে বেগ পেতে হয়নি সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আরিফুলকে। বিএনপিপন্থি এই মেয়রের অনুরোধের প্রেক্ষিতে সমঝোতার ভিত্তিতেই রাস্তার জন্য ওই জমি পররাষ্ট্রমন্ত্রী ছেড়ে দেন বলে জানা যায়।

গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পররাষ্ট্রমন্ত্রীর হাফিজ কমপ্লেক্সে গিয়ে তার বড় ভাই সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান। সেই অনুরোধের প্রেক্ষিতে তিনি জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেন।

এরপর সোমবার (২৮ জানুয়ারি) হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ নিজেই শুরু করেন মেয়র আরিফুল হক।

তিনি বলেন, হাফিজ কমপ্লেক্সের জমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পরিবারের সদস্যরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: