লা মেরিডিয়ানে পিঠা উৎসব

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯, ০৮:০৮ পিএম

দেশের ঐতিহ্যবাহী বাংলা খাবারকে স্থানীয় ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সামনে তুলে ধরতে পিঠা উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। ৮ দিনব্যাপি এই আয়োজন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

দেশীয় পিঠার সমাহারে থাকবে, লেটেস্ট রেসিপিতে আলাদা একটি স্টেশনে নকশি পিঠা, চন্দ্র পুলি, মুগ পাকন, হৃদয় হরণ, শাহী ভাপা, লবঙ্গ লতিকা, ইলিশ/ টুনা পিঠা, বিবি খানা, বধূ বরণ, ফুলঝুড়িসহ ২০টিরও বেশি।

লা মেরিডিয়ান ঢাকা’র জেনারেল ম্যানেজার কন্সট্যানটিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, আমরা বাংলার বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে থাকি, এরই অংশ হিসেবে শহুর জীবনে হরেক রকমের ঐতিহ্যবাহী বাঙ্গালী পিঠা উৎসবের এই আয়োজন।

সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত মাত্র ৩,৯০০+ টাকায় (জনপ্রতি) পিঠা উৎসবটি উপভোগ করতে পারবে। এছাড়া আছে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করার সুযোগ।-বিজ্ঞপ্তি।

বিডি২৪লাইভ/এমএম/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: