প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন আশরাফুল আলম খোকন

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯, ০৯:২১ পিএম

গাজীপুর জেলার কাপাসিয়ার সন্তান আশরাফুল আলম খোকন আবারও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছে  জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘মুহাম্মদ আশরাফুল আলম খোকনকে ৭ জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৪ এ মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এর আগে ২০১৩ সালের ১৮ আগস্ট প্রথমবারের মতো এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। একবছর পর তা নবায়ন করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অর্থাৎ, গত মেয়াদের শেষদিন পর্যন্ত আশরাফুল আলম খোকনের মেয়াদ বাড়ানো হয়েছিল।

আশরাফুল আলম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন।

পেশাগত জীবনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ার আগে যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: