রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২ পিএম

দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

জেলার দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় শুক্রবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ ছিল।

সিলেট রেলওয়ে স্টেশন ভারপ্রাপ্ত ম্যানেজার আবু নাছের মো. রাসেল জানান, দুপুর পৌনে ২টায় মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এরপর রেলের উদ্ধারকারী দল বগিটি উদ্ধার করলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: