সন্তান কোলে সত্যকে তুলে ধরলেন পূর্ণিমা

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৯ পিএম

শত বিপদ বিপর্যয় থেকে সন্তানকে আগলে রাখতে পৃথিবীর প্রতিটি মা জড়িয়ে রাখতে চান বুকের ওমে। চিরায়ত সেই সত্যকে এবার পর্দায় তুলে ধরলেন অভিনেত্রী পূর্ণিমা। নারী ছেঁড়া ধন বুকে জড়িয়ে আছেন- পূর্ণিমার এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে 'ক্যাঙ্গারু মাদার কেয়ার'-এর বিজ্ঞাপনে। ইউনিসেফ বাংলাদেশের জনসচেতনমূলক কাজের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ আপন আহসান। 

পৃথিবীর অনেক দেশে অপরিণত শিশু জন্ম নেয়। যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা যথাযথভাবে সেসব শিশুর চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে ক্যাঙ্গারু বেবি কেয়ারের নিয়ম মেনে চললে অপরিণত শিশু সুস্থভাবে বেড়ে উঠতে পারে- বিজ্ঞাপনে সেই বার্তাটিই তুলে ধরা হয়েছে। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: