দুর্বলদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক: হাইকোর্ট

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৪ পিএম

রাঘব বোয়ালদের ছেড়ে দিয়ে দুর্বলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য হাইকোর্টের।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কোচিং বাণিজ্য নিয়ে রিটের করা পর্যবেক্ষণে এই মন্তব্য করেন আদালত।

আদালত বলেছেন, রাঘব বোয়ালদের ধরে এনে ছেড়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারছে না দুদক। দুদক শুধু দুর্বলের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশো অনুষ্ঠানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরাকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। অথচ আমরা কী দেখতে পাচ্ছি, দুদক চেয়ারম্যান প্রাইমারি স্কুলে শিক্ষকরা নিয়মিত ক্লাসে উপস্থিত হন কী না তা পরিদর্শন করতে যায়? আমি আশ্চর্য হয়ে যাই দুদক চেয়ারম্যানের কার্যক্রম দেখে। তারা উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার কাছে না গিয়ে নিন্ম পর্যায়ের মানুষদের কাছে যাচ্ছে, এই পর্যায়ের কারও কাছে গেলে তার সুফল সরকার বা দেশবাসী পাবে না বলে আমি মনে করি।

বিডি২৪লাইভ/এসবি/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: