ঢাবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৬ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ছাত্রদলের সভাপতি রাজীব হাসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় সংসদের নেতারা উপাচার্য আখতারুজ্জামান বরাবর এই স্মারকলিপি দেন। 

এতে ক্যাম্পাসে ন্যূনতম সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার নিশ্চিত হওয়ার পর ডাকসু নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হবে। ইতোমধ্যে ছাত্রসংগঠনগুলো ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা চালানো শুরু করে দিয়েছে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: