৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দাগ হৃদয়ে’

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩২ পিএম

একমাস পেরিয়ে গেলেও প্রেক্ষাগৃহে দেশি কোনো ছবির দেখা মিলেনি এখনও। বছর শুরুতে সাফটা চুক্তিতে মুক্তি পায় বিদেশি ছবি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে দেশীয় দুইটি ছবি। এর মধ্যে একটি ‘দাগ হৃদয়ে’। এই ছবি দিয়ে নতুন বছরে প্রথম বড়পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তার সঙ্গে থাকছেন দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও আঁচল।

আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দেশের ৪০টি হলে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগ হৃদয়ে’ ছবিটি। ছবির প্রযোজক কামাল আহমেদ এ খবরটি নিশ্চিত করেছেন।

এই ছবির মাধ্যমে চতুর্থবারের মতো জুটি হয়ে পর্দায় ফিরছেন বাপ্পী-মিম। ছবিটিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন মিম। খুব সাদামাটা মেয়ে যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে ছুটে আসে বাপ্পী। এভাবেই এগিয়ে যায় গল্প। ত্রিভুজ প্রেমের এই ছবিতে দেখা যাবে আঁচলকেও। মিমকে খুঁজতে এসে মিমের ছোট বোন আঁচলের সঙ্গে দেখা হয় নায়কের।

সিনেমাটি সম্পর্কে বাপ্পী বলেন, প্রেম-ভালোবাসার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। ছবিতে আমার ও মিমের রসায়ন জমেছে বেশ। সুন্দর গল্পের পরিচ্ছন্ন ছবি। দর্শক সিনেমা হলে যান সুন্দর গল্পের ছবি দেখার জন্য, যা এই ছবিতে আছে। গল্পের প্রয়োজনে সুন্দর সুন্দর লোকেশনে এই ছবির কাজ আমরা করেছি। আমি বিশ্বাস করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।

আঁচল বলেন, ‘এই ছবিতে আমি মিম আপুর ছোট বোনের চরিত্রে অভিনয় করেছি। বাপ্পীর সঙ্গে আমার রসায়ন ভালো জমেছে পর্দায়, দর্শক আনন্দই পাবে।’

ছবিটির কাহিনী লিখেছেন কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলামের প্রধান সহকারী পরিচালক তারেক শিকদার।

বিডি২৪লাইভ/আইএন/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: