বিএনপির সমাবেশ পণ্ড

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০২ পিএম

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু পুলিশি বাধার মুখে এ সমাবেশ পণ্ড হয়ে গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে দাঁড়াতে না পেরে স্থান ত্যাগ করেন মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের বাধা দিয়ে সরিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশের বাধায় মুখে পড়ে কর্মসূচি পালন করতে পারিনি। বিএনপি অলিগলির দল না। রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনব।’

মহানগর বিএনপির সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান, মহানগর বিএনপির নেতা রফিক আহমেদ, রিয়াজুল ইসলাম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মাকিত মোস্তাকিম প্রমুখ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: