বাকৃবি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০০ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে (বাকৃবি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক সমঝোতা চুক্তি হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বাকৃবি উপাচার্যের সচিবালয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাকৃবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ছাইফুল ইসলাম ও অধ্যাপক ড. এম এ রহিম এবং ডিআইইউয়ের পক্ষে অধ্যাপক এ কে এম ফজলুল হক এবং অধ্যাপক ড মো. বেল্লাল হোসাইন। এসময় দুই বিশ্ববিদ্যালয়ের প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের স্বার্থে জাতীয় ও আর্ন্তজাতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজকের এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয় উপকৃত হবে এবং আরো সামনে এগিয়ে যাবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: