বহরমপুর সীমান্তে সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৮ পিএম

হরিপুরের বহরমপুর সীমান্তে বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে চার চোরাকারবারী নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪জন। তাৎক্ষণিক ভাবে ২জন নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। অপর ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন, হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাবাব (৩০) ও একই গ্রামের জহিরউদ্দিনের ছেলে সাদেক (৪০)।

প্রতক্ষ্যদর্শীদের বরাদ দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে ভারতীয় গরু তল্লাশিকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে স্থানীয় চারজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির সাথে গ্রামবাসীর এই সংঘর্ষে আরও কমপক্ষে ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: