বোরো ধানের জমিতে পার্চিং উৎসব পালন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩০ পিএম

‘পরিবেশ বান্ধব চাষাবাদ নিরাপদ বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং বিষাক্ত ক্ষতিকারক পোকা-মাকড় প্রকৃতিক দমনের লক্ষ্যে কৃষকদের উদ্বদ্ধু করণের মাধ্যমে’ টাঙ্গাইলের ভূঞাপুরে পার্চিং কার্যক্রম শুরুসহ পার্চিং উৎসব পালন করছে ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের ছাব্বিশা গ্রামের বিভিন্ন ইরি-বোরো ধানের জমিতে এ উৎসব পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, পৌর সভা ৭ নং ওর্য়াডের কাউন্সিলর আব্দুস ছাত্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আসগর ও মাসুদুল হক। এ পার্চিং উৎসবে প্রায় ২৫ জন কৃষক অংশ্র নেয়।

উপজেলা কৃষি অফিসার জিয়াউর রহমান কৃষকদের উৎসাহিত করে বলেন, ধানক্ষেতে পার্চিং করলে ক্ষতিকারক বিভিন্ন পোকা-মাকড় থেকে ধানের মাইজপাতা রক্ষা পায়। ধানের ফলনটাও ভাল হয়। তিনি বলেন, পার্চিৎ উৎসব কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার প্রতিটি ব্লকে পার্চিৎ উৎসব করার কার্যক্রম চলমান থাকবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: