সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯ পিএম

একাদশ সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৭ প্রার্থী মামলা করেছে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়া বিএনপির পরাজিত সাতজন প্রার্থী আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাতটি মামলা দাখিল করেছেন। যথাসময়ে এসব মামলা হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানির জন্য উত্থাপন করা হবে বলে জানান প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মামলা করা বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ (মামলা নং- ৫/১৯), টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী (মামলা নং- ৬/১৯), বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন (মামলা নং- ৯/১৯), গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান (মামলা নং- ১০/১৯), মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান (মামলা নং- ১১/১৯), মুন্সিগঞ্জ-৩ আসনের আব্দুল হাই (মামলা নং- ১২/১৯) এবং ভোলা-২ আসনের প্রার্থী মোঃ হাফিজ ইব্রাহিম (মামলা নং- ১৩/১৯)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: