পদে থেকেই করতে পারবেন উপজেলা নির্বাচন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৪ পিএম

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে পদে থেকে নির্বাচন করতে পারবেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। নির্বাচন অংশ নিতে হবে হলে তাদেরকে পদত্যাগ করতে হবে না।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন নির্বাচন ভবনের ২য় পর্যায়ে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সচিব বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে কি না এ বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার তো? অনেকেই মাথা নাড়ালে সচিব বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নির্বাচন করতে পদত্যাগ করতে হবে না। তারা পদে থেকেই নির্বাচন করতে পারবেন এ রকম সিদ্ধান্ত হয়েছে।

সচিব আরো বলেন, তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়র-কাউন্সিলরদের পদত্যাগ করতে হবে। এছাড়া অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন তারা এখনো সরকারি হন নাই। তাদেরকেও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

জাতীয় সংসদ নির্বাচন থেকে উপজেলা পরিষদ নির্বাচন আরো বেশি জটিল সে বিষয়েও নজর রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন সচিব।

বিডি২৪লাইভ/এএইচ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: