সড়কের বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি অপসারণের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১০ পিএম

সারাদেশের সকল সড়ক-মহাসড়কে মধ্যে থাকা বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটিসহ সব ধরণের খুঁটি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তা অবশ্যই ৬০ দিনের অধিক হবে না।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সড়ক পরিবহন সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পিডিবি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে গতকাল সড়ক-মহাসড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বিডি২৪লাইভ/এসবি/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: