সুসং সরকারি মহাবিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০০ এএম

‘সংস্কৃতি হউক সুন্দর আগামীর পাথেয়’ এই স্লোগানকে সামনে রেখে সম্পন্ন হল গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ সুসং সরকারি মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণের মাধ্যমে তিন দিন ব্যাপি আয়োজনের সূচনা হয়েছিল। প্রতিষ্ঠানের অফিসার ইন-চার্জ ড. ভবানী সাহা’র সভাপতিত্বে প্রথম দিনে অনুষ্ঠিত হয় হামদ্, নাত ও রচনা প্রতিযোগিতা।

পরের দিনের বিষয় ছিল কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও দেশাত্ববোধক গান। শেষ দিনে রবীন্দ্র সংগীত, লোক সংগীত, একক অভিনয়, লোকনৃত্য ও আধুনিক নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দুপুরে পুরস্কার বিতরণ করেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: