সিরাজগঞ্জে ৫ দিনব্যাপী একুশে বই মেলা শুরু

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১২ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শুরু হয়েছে ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলা।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে ৫ দিনব্যাপী বই মেলায় প্রায় ৫০টি স্টলে প্যাভিলিয়ন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না।

মেলা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর টি.এম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, গাজী ইসহাক আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আব্দুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ, অধ্যাপক রাসিক বিশ্বাস, অধ্যাপক সাঈদ আবু বক্কর, সদস্য সচিব গ্রন্থাগারিক আবুল কাশেম আজাদ, ইতিহাস বিভাগের প্রভাষক সোলায়মান হোসেন প্রমুখ।

&dquote;&dquote;
এ সময় ডা: হাবিবে মিল্লাত মুন্না বলেন, যারা ভবিষ্যতে সোনার বাংলার নেতৃত্ব দিবে তাদেরকে বেশি বেশি করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা প্রসারে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবকদেরকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং মুক্ত রাখতে বই পড়ার কোন বিকল্প নেই। দেশকে দুনীর্তি মাদকমুক্ত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অ্যাড. মাহবুব টুটলের ইচ্ছাগুলো বইয়ে মোড়ক উন্মোচন করা হয়।

জনপ্রিয় লেখকদের নতুন-পুরোনো বইয়ের সম্ভার নিয়ে সাজানো হয়েছে মেলার স্টল। আছে নবীন লেখকদের বইও। মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা, শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী বই মেলাটি ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: