অবৈধভাবে বালু তোলার মেশিন ধ্বংস

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চেল্লাখালী নদীতে রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু তোলা  ৪টি সেলু ইঞ্জিন চালিত মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারের উত্তরে আন্ধারুপাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে স্থানীয় বালু ব্যবসায়ীরা চেল্লাখালী নদী গর্ত করে ও তীর ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিন, নালিতাবাড়ী থানার এসআই ওয়ারেস আলী এবং তার সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করেন।

এসময় হাতুড়ী দিয়ে পিটিয়ে ও আগুন লাগিয়ে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

&dquote;&dquote;বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিন বিডি২৪লাইভকে বলেন, অবৈধভাবে গর্ত করে ও নদীর তীর ভেঙ্গে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন খুবই কঠোর অবস্থানে রয়েছে। যারাই এমন পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: