চলছে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪২ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরজু ও পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশিরের সার্বিক তত্বাবধায়নে ভাল মানের ফুটবল খেলোয়ার তৈরীর লক্ষে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত ভাবে বয়স ভিত্তিক ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ চলছে।

পাংশা পৌর শহরসহ বিভিন্ন এলাকা থেকে ১০ থেকে ১৫ বছর বয়সি প্রায় ৩০ জন খেলোয়ার নিয়োমিত ভাবে মাঠে প্রশিক্ষণ গ্রহণ করে চলছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাদের প্রশিক্ষনের ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরজু ও পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ রেজা শিশির নানা বিষয় নিয়ে কথা বলেছেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে ভাল মানের প্রশিক্ষক নিয়ে এসে তাদের ক্যাম্প করানোর বিষয়েও আলোচনা হয়।

পাংশা স্পোর্টিং ক্লাব ফুটবল দলের অধিনায়ক সবুজসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়ার প্রশিক্ষনের দেখভাল করছেন। ২০১৮ সালে বয়ষ ভিত্তিক ফুটবল বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭” পাংশা উপজেলা রাজবাড়ী জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: