‘আপনজন’ এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শুরু

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৩ পিএম

কুমিল্লার তিতাস উপজেলার স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘আপনজন’এর উদ্যোগে বিনামূল্যে ৮ম রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়েছে।

আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার বড় গাজীপুর স্কুল মাঠে জিন্দা অলি পীর শাহবাজ মাজারের মেলার প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘যদি হয় রক্তের প্রয়োজন, এগিয়ে যাবে আপনজন’ এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটির সভাপতি ডাঃ মনিরা আক্তারের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক জনাব সাইফুল আলম মুরাদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ আবু সাঈদ ,সাংবাদিক শরিফ আহমেদ সুমন, সূচনা টিভির স্টাফ রিপোটার বিল্লাল, সাংবাদিক হালিম সৈকত, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ রমজান হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আবু নাহিদ, দপ্তর সম্পাদক মোঃ কাওসার, প্রচার সম্পাদক মোঃ শরীফ, মনি আক্তার,ইভা আক্তার,আল-আমিন,জাহিদ হাসান,মেরিনা আক্তার সাথী প্রমুখ।

আপনজনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুনের তত্ত্বাবধানে এ কর্মসূচির চলবে মেলার তিনদিন রবিবার থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: