ময়মনসিংহে সেইলর

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮ এএম

ময়মনসিংহ শহরের কালী শংকর গুহ রোডের নতুন বাজার মোড়ে সেইলরের ১৩তম স্টোর উদ্বোধন করেছে ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন।

স্টোরটিতে গতানুগতিক ফ্যাশন ভাবনার বাইরে এথনিক, ক্যাজুয়াল বা ফরমাল এবং পাশ্চাত্য কাটের ফিউশন পোশাক তুলে ধরা হবে।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেইলরের ময়মনসিংহ স্টোরটিতে থাকছে ‘ক্র্যাচ এন্ড উইন’ অফার। প্রতিটি কেনাকাটার জন্য ক্রেতা পাবেন একটি করে ক্র্যাচ কার্ড।

এতে নূন্যতম ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা ছাড়াও থাকবে ঢাক-ব্যাংকক- ঢাকা বিমানের টিকেট, পাঁচ তারকা হোটেলে থাকা সহ বিভিন্ন উপহার।

সেইলরের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল কবীর বলেন, সমকালীন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে পরিবর্তন তুলে ধরবে পোশাকের ক্যানভাসে। ময়মনসিংহের দুই গুণীজন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং ভাষাশহীদ আব্দুল জব্বারকে নিয়েও সেইলরে টি শার্টের সংগ্রহ থাকবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: