অবসরের সিদ্ধান্ত গেইলের!

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০ এএম

জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। রোববার ক্রিস গেইলের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

টুইটারে উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, ‘উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।’

ওয়ানডে ক্রিকেটে গেইল দশ হাজার রানের মাইলফলকটাও স্পর্শ করতে পারেন বিশ্বকাপে। ২৭৯ ইনিংসে ব্যাটিং করে ৩৭.১২ গড়ে করেছেন ৯৭২৭ রান। ২৩ টি শতক ও ৪৯ টি অর্ধশতকের মালিক তিনি। ব্যাট হাতে একটি দ্বিশতকও রয়েছে তার। ২০১৫ সালের বিশ্বকাপে ২১৫ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।

বল হাতে ক্রিস গেইল শিকার করেছেন ১৬৫ উইকেট। এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তিও রয়েছে একটি।

১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ক্রিস গেইলের। এখন পর্যন্ত  তিনি খেলেছেন ২৮৪ টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে বিশ্ব একাদশের হয়ে মাঠে নেমেছেন তিন ম্যাচে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: