ছাড়া পাওয়ার ১ দিন পর যা বললেন সানাই

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৫ পিএম

মডেল-অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছাড়ানোর অভিযোগে রোববার (১৭ ফেব্রয়ারি) সন্ধ্যায় ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে জিজ্ঞাসা বাদের পরে অঙ্গীকারের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এই ঘটনার পর সানাই ফেসবুকে এসে ক্ষমা চেয়েছেন। 

সোমবার গণমাধ্যমকে সানাই জানিয়েছেন, ‘আমাকে আটক করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে যাওয়া হয়নি। আমাকে ডাকা হয়েছিল কথা বলার জন্য। সেজন্য আমি সেখানে গিয়েছিলাম। আমার কিছু সিদ্ধান্তে ভুল ছিল। যে জিনিসগুলো বুঝতে পারিনি। যেটা গতকাল (রোববার) সাইবার ক্রাইম ইউনিট খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেছে।

যেহেতু আমি বুঝতে পেরেছি আমার কিছু কন্টেন্ট যেগুলো আমার দেশের জন্য না। আমি আর এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসলেও হারিয়ে যাবো না। এখন আমি আমার শুটিং নিয়ে ব্যস্ত থাকব এবং আমার বাকি কাজগুলো শেষ করব।’

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগকে ধন্যবাদ দিয়ে ফেসবুকে একটি পোষ্ট করেন সানাই। সেটা হুবুহু তুলে ধরা হলো:-

প্রথমেই ধন্যবাদ বাংলাদেশ সাইবার অপরাধ নিরাপত্তা বিভাগকে। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমি দেশের সমস্ত আইনকে গভীরভাবে শ্রদ্ধা ও সম্মান করি। আমি মনে করি, এদেশ যেমন আমার, আমিও এদেশেরই...

ভুল ভ্রান্তির বাইরে আমরা কেউ না, হতে পারি আমরা তারকা কিংবা শিল্পী, ভুলের ঊর্ধ্বে কেউই না আমরা...

আমার সব সময়ই Target ছিল আমেরিকান মডেল দের মত হওয়া, আমি চিন্তা করেছিলাম কেন ম্যারি ম্যাডাম তুস্যেতে পাশের দেশ ইন্ডিয়ানদের ছবি শোভা পাবে কেন আমাদের দেশের মডেলদের ছবি শোভা পাবেনা??? আমরা বাংলাদেশীরা কোন অংশেই কারো চেয়ে কম না, আমার উদ্দেশ্য একটাই ছিল, আমি বাংলাদেশ কে মডেলিং এ ইন্টারন্যাশনালি আরও উচ্চ আসনে নিয়ে যেতে চেয়েছিলাম, এখনও চাই... এবং মরার আগ পর্যন্ত চাইব কিন্তু সেটা বাংলাদেশের কালচারকে ভুলে গিয়ে না এবং আমার প্রসেসিং এ কিছু ভুল ছিল, ভুল আমারই হয়েছিল যে জিনিসগুলো বুঝতে যেটা আজকে সাইবার ক্রাইম ইউনিট খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেছে। Again thanks to Ciber unit again.

আমার আর একটি ভুল যেটা আমি বুঝেছি যে আমাদের বাংলাদেশ শুধু ১৮+ মানুষের দেশ না, এখানে আছে ১৮- কিছু অবুঝ শিশু এবং উঠতি কিশোর-কিশোরী যাদের জন্য এই কন্টেন্টগুলো ঠিক না... আমার দেওয়া কিছু ছবি কিংবা লাইভ ভিডিও ১৮+, আমি সত্যি ভুলেই গেছিলাম যে, এগুলার ইফেক্ট শিশু কিশোরদের উপর ভয়ংকর হতে পারে.... আমি সত্যি sorry, এবং ধন্যবাদ সাইবার ক্রাইম ইউনিট আমাকে আমার ভূল ধরিয়ে দেওয়ার জন্য....

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: