আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০০ পিএম

আত্মঘাতী বোমা বিস্ফোরণকাণ্ডে সোমবার তিন জঙ্গিকে গ্রেফতার করা হল৷ ইরানের এলিট রেভলিউশনারি গার্ডস জানায়, গত সপ্তাহের আত্মঘাতী বোমা বিস্ফোরণে সোমবার ৩ জঙ্গি ধরা পড়ে৷ অফিশিয়াল সংবাদ সংস্থায় জানানো হয়, ১৫০ কিলোগ্রাম বিস্ফোরক এবং ৬০০ কিলোগ্রাম বিস্ফোরক উপাদানসহ তাদের গ্রেফতার করা হয়েছে৷ এ খবর দিয়েছে কলকাতা২৪।

প্রসঙ্গত, গত সপ্তাহেই জঙ্গি হামলায় দেশটির এলিট ফোর্স হিসেবে সুখ্যাতি অর্জন করা ইরানি রেভলিশউনারি গার্ডসের অনেকে নিহত হয়৷ 

সংবাদ সংস্থা এএফপি জানায়, অন্তত ২০ জন সেনার মৃত্যু হয় এই হামলায়৷ জখম হয় আরও অনেকে৷ এদিকে ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, হামলা হয়েছে দক্ষিণাঞ্চলে৷ বড়সড় ক্ষতি হয়৷ জারি করা হয় সতর্কতা৷

২০১৭ সালে ইরানের জাতীয় আইনসভায় হামলা চালানো হয়৷ তাতে মোট মৃত্যু হয় ২৩ জনের৷ এদের মধ্যে ছিল হামলাকারীরাও৷ পরে তার দায় নেয় ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা৷ এর পর ইরানের জাতীয় দিবসে আরও একবার আক্রান্ত হয়েছিল সেনা৷ সেই ঘটনার পর ভয়াবহ নাশকতায় রক্তাক্ত হল ইরান৷

জানা গিয়েছে, ইরানি গার্ডসের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ এতেই পুরো গাড়ি উড়ে গিয়েছে৷ প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যু হলেও আরও মৃত্যুর আশঙ্কা থাকছে৷ হামলার পিছনে কারা জড়িত এখনও জানা যায়নি৷

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: