এবার ভারতের হামলার জবাব দিল পাকিস্তান

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৩ পিএম

ভারতের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলা। ভয়ঙ্কর এই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। ভয়ানক এই ঘটনায় গর্জে উঠেছে গোটা ভারত। আওয়াজ উঠেছে বদলা নেওয়ার। কড়া ভাষায় বদলা নেওয়ার ইঙ্গিত ঘটনার পরেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামরিক ক্ষেত্রে তো বটেই, কূটনৈতিকভাবেও পাকিস্তানকে একেবারে মারার চেষ্টা শুরু করেছে ভারত। এ ঘটনার ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবস্থা এখন খুবই নাজুক। সেই যুদ্ধ যুদ্ধ অবস্থা ইতোমধ্যে অনলাইনের রূপ নিয়েছে। এবার ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা৷

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, ১০০ সাইট হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দপ্তর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে ৷ হ্যাক করা হয়েছে বিজেপি নেতা আইকে জাদেজার ব্লগও৷

তবে এ ঘটনা প্রথম নয়, এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়৷ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই হ্যাকের পিছনে ছিল ভারতীয় হ্যাকাররা৷

জানা গেছে, শুধুই ভারতীয় ওয়েবসাইট নয়, হোল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সৌদি আরবের বেশ কিছু সাইট হ্যাক করা হয়েছে৷ এর পেছনে ঠিক কী কারণ রয়েছে, তার তদন্ত চলছে৷ পরে অবশ্য ওয়েবসাইটগুলো পুনরায় কাজ করতে শুরু করে।

এরা আগে পাকিস্তানের মাটিতে ‘সাইবার-অ্যাটাক’ চালিয়ে যাচ্ছে ভারতের হ্যাকাররা। এখন পর্যন্ত পাকিস্তানের ৭০টিরও বেশি সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট হ্যাক করেছে ভারতের হ্যাকাররা। এর জবাবেই পাকিস্তানের হ্যাকাররা ভারতে এই হামলা চালায়।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: