অজানা ফোনে হোঁচট খেল উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৮ পিএম

দীর্ঘ ১১ দিন চলার পরে অজানা ফোনে থমকে গেছে বিআইডব্লিউটিএর নদী রক্ষার অভিযান। কর্তৃপক্ষ দু’দিন ঘুরে এসেও উচ্ছেদ করতে পারেনি, বুড়িগঙ্গার জায়গায় গড়ে তোলা ১০ তলা ভবনের একটি ভবন। পরে একটি আবাসিক প্রকল্পে উচ্ছেদ কার্যক্রম শুরু করলে, তাও থমকে যায় অজানা ফোনে।

বরাবরের মতো মঙ্গলবারও (১৯ ফেব্রুয়ারি) ভবন উচ্ছেদে গিয়েছিল বিআইডব্লিউটিএ। কিন্তু এক্সেভেটর নিয়ে ঘণ্টা খানেক অপেক্ষার পর ফিরে আসে সংস্থাটির কর্মকর্তারা।

দুপুর সোয়া ১টার দিকে শুরু হয় অভিযান। অজানা ফোনে মিনিট ১৫র মধ্যে বন্ধ হয়ে যায় তা।

প্রায় ঘণ্টা দুই মাপ-জোক শেষে দেখা যায়, পাশে নদীর ২৫৫ ফুট আর লম্বায় ২৮শ’ ফুট দখল করে গড়ে উঠেছে এই প্রকল্প। ক্রয়সূত্রে অবৈধ এই জমির বেশিভাগেরই মালিক রকিবুল আলম দীপু। তিনি বিআইডব্লিউটিএর একজন বড় ঠিকাদার বলে জানা গেছে। 

মাঝখানে উচ্ছেদে বাধা দেয়ার অভিযোগে, একজনকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। যদিও কয়েক ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেয়া হয় তাকে।

যদিও ওই ভবনটির আশপাশের অনেক স্থাপনায় গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। সেখান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটেটের নেতৃত্বে উচ্ছেদকারীরা যান বসিলার কাটাসুরে তুরাগ তীরের আমিন মমিন হাউজিংয়ে।

মাঝখানে উচ্ছেদে বাধা দেয়ার অভিযোগে, একজনকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। যদিও কয়েক ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেয়া হয় তাকে।

দিনভর এমন নাটকীয়তার পর বিকেল নাগাদ এক্সেভেটরগুলো ব্যস্ত থাকে নদী খননে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: