সৌদিতে নির্যাতিত ৬২ নারী দেশে ফিরেছেন

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০ পিএম

জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা নারীকর্মীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ তালিকায় যোগ হলো আরও ৬২ নারীর নাম।

সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন তারা। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তারা দেশে ফেরেন।

এ বিষয়ে কয়েকজন নারী কর্মী জানান, কর্মক্ষেত্রে শারীরিক অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। দিনের পর দিন আটকে রাখা হয়। বঞ্চিত করা হয়েছে বেতনভাতা থেকেও। জানান, নির্যাতন সইতে না পেরে অনেকে আশ্রয় নিচ্ছেন ইমিগ্রেশন ক্যাম্পে।

শুধু নারীরাই নয়, নির্যাতনের শিকার পুরুষরাও। তাদের অভিযোগ, দালালের প্রলোভনে, কাজের আশায় সৌদি গিয়ে, পাননি পারিশ্রমিক। না খেয়েও দিন কাটাতে হয়েছে।

নির্যাতিত এসব কর্মী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদির বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন।

২০১৯ সালেই আড়াই শতাধিক নির্যাতিত শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছেন। বাংলাদেশ দূতাবাসে অনেক শ্রমিক আশ্রয় নিয়েছেন- জানান আগত নারীকর্মীরা।

প্রসঙ্গত, এর আগে ১৪ ফেব্রুয়ারি রাতে দেশে ফেরেন ৩২ নারী কর্মী।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: