টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৯ এএম

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ডুনেডিনে তিন ম্যাচের ওয়ানডের সিরিজের শেষ ম্যাচে বুধবার (২০ ফেব্রুয়ারি) স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে টাইগাররা।

ইতিমধ্যে টস সম্পর্ন হয়েছে। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।

সিরিজির প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যাবধানে হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিক কিউইরা ২-০ ব্যাবধানে সিরিজ জিতে এগিয়ে আছে। এই ম্যাচ হারলেই ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডে কাছে ধোবল দোলাই হবে বাংলাদেশ।

এদিকে নিউজিল্যান্ডের মাটিতে এখনও জয়ের দেখা পায়নি মাশরাফি বিন মুর্তজার দল। এখন দেখার বিষয় শেষ ওয়ানডেতে জয় নিয়ে সন্তোষ্ট থাকতে পারি কিনা টিম টাইগাররা।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে গেছে গত দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা মোহাম্মদ মিথুন। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছে রুবেল হোসেন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম , মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা , মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম , জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: