আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২১ পিএম

আশুলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোন চালক বা গাড়ি আটক করতে পারেননি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র মো. ওয়ালী নিহত হয়। অপরদিকে দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাড়ি চাপায় পোশাক কারখানার শ্রমিক মো. ছমির মোল্লা নিহত হন।

নিহত কলেজ ছাত্র ওয়ালী আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আব্দুল কাদেরর ছেলে। সে মনিং গ্লোরী স্কুল এন্ড কলেজেরর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। অপরদিকে নিহত শ্রমিক ছমির মোল্লা নড়াইল জেলার কালিয়া থানার মহিষাঘোষ গ্রামের মৃত মো. সালাম হোসেনর ছেলে। তিনি ইউপিজেডের শাসা ডেনিমস লিমিটেড কারখানায় চাকরি করতেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে কলেজে যাওয়ার পথে বিশমাইল এলাকায় পিছন থেকে দ্রুত গামী ট্রাক কলেজ ছাত্র ওয়ালীকে চাপা দেয়। উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষানা করেন। এদিকে আশুলিয়ার ইউপিজেড এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় কারখানার এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: