চকবাজারে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়েছে পাশের দুই ভবনে

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪০ পিএম

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজার চুরিহাট্টা এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান জানান, চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট। আগুন পাশাপাশি দুই ভবনে ছড়িয়ে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি সূত্র জানায়, চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ও আহতসহ ১শ’ জনের মতো ঢামেক হাসপাতালে এসেছে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: