নেত্রকোণা মডেল থানার ইনচার্জ উত্তম কুমার রায় ক্লোজড

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৬ পিএম

নেত্রকোণা মডেল থানার ইন্সপেন্টর তদন্ত উত্তম কুমার রায়কে নেত্রকোণা মডেল থানা থেকে ক্লোজড করেছেন পুলিশ সুপার।

জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নরেন্দ্র নগর গ্রামের নরেন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াতকে গ্রেফতার করে মিথ্যা মামলার ফাঁসানের অভিযোগে মডেল থানার ইনচার্জ তদন্ত উত্তম কুমার রায়কে নেত্রকোণা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারী রাতে নিরীহ সাখাওয়াতকে পুলিশ বাড়ী থেকে গ্রেফতার করে। পরদিন মাদক মামলায় জড়িত করে কোর্টে প্রেরণ করে। এরই প্রেক্ষিতে মদনপুর এলাকার সাধারণ মানুষ দল বেধে নিরীহ ব্যক্তিকে হয়রানির অভিযোগে পুলিশ সুপারের নিকট অভিযোগ করেন।

নেত্রকোণা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএম (সেবা) সত্যতা শিকার করে জানান যে, এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( সদ্য পুলিশ সুপার পদে পদনোন্নতি প্রাপ্ত) এসএম আশরাফুল আলম এর নেতৃতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠণ করা হয়েছে এবং মডেল থানা থেকে উত্তম কুমার রায়কে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: