বাবার লাশের অপেক্ষায় ১ বছরের যমজ শিশু

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৭ পিএম

ঘিঞ্জি পুরান ঢাকার আরেকটি ভয়াবহ ট্রাজেডির সাক্ষী হলো বিশ্ববাসী। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে অন্তত ৭০টি তাজা প্রাণ। দগ্ধ হয়েছেন আরো অর্ধশত মানুষ। খাবারের হোটেল, বাসাবাড়ির মানুষের পাশাপাশি পুড়ে মরেছে রাস্তার মানুষও। এই ট্রাজেডি কাঁদিয়েছে গোটা দেশের মানুষের।

পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা হারিয়েছে যমজ শিশু। তাদের বয়স মাত্র এক বছর। তারা এইচ এম কাওসার আহমেদ ছেলে।

স্বজনরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাওসার। চকবাজার শাহী জামে মসজিদ এলাকার আল-মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।

কাওসারের ভাই হাফিজ আহমেদ বলেন, দোকানটির আয় দিয়ে নিজের পড়ালেখার খরচ চালাতেন তিনি। পরিবারের ভরণপোষণের ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

প্রতিদিনের মতো বুধবারও ফার্মেসিতে যান কাওসার। কিন্তু ভয়াবহ আগুন তার প্রাণ কেড়ে নেয়। সঙ্গে মারা যায় একই দোকানে থাকা আরও কয়েকজন।

বৃহস্পতিবার সকালে কওসারের লাশের সন্ধানে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে যান স্বজনরা। তাদের সঙ্গে রয়েছে দুই শিশুও।

সন্তানের মৃত্যুতে বারবার মূর্চ্ছা যাচ্ছেন কাউছারের মা। কাঁদতে কাঁদতে বুক চাপড়ে বলছেন, ‘আমার কাউছার কই। আমার বুকের ধনকে আমার বুকে এনে দে।’

প্রসঙ্গত, এর আগে বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: