ফেরি চলাচল বন্ধ, নদীর মধ্যে আটকে আছে ৬ ফেরি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৪ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

দীর্ঘ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে প্রায় পাঁচ শতাধিক গাড়ীর দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নদীর বয়া বাতি দেখা না গেলে কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৬টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক জানান, ভোর সাড়ে ৪টার সময় কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশা ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: