পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ‘বয়কট’ নিয়ে যা বললেন শচীন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৪ এএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই গোটা ভারতজুড়ে দাবি উঠেছে, ২০১৯ বিশ্বকাপে আগামী ১৬ জুন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ ‘বয়কট’ করুক ভারত। এ নিয়ে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত হবার কথা থাকলেও ভারতের সুপ্রিম কোর্ট কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।

এবার ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ ‘বয়কট’ বিতর্কে কথা বলেছেন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আগামী ১৬ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ‘বয়কট’ করার পক্ষে নন মাস্টার ব্লাস্টার শচীন রমেশ টেন্ডুলকার। তার কাছে বরং ম্যাচ খেলে পাকিস্তানকে হারানোটাই বেশি গর্বের মনে করেন তিনি। ম্যাচ না খেলে পাকিস্তানকে ২ পয়েন্ট দেওয়াকে ‘ঘৃণা’ করেন বলেও মন্তব্য করেছেন শচীন।

যেহেতু ভারত ম্যাচ বয়কট করলে দু’দলের মধ্যে ২ পয়েন্ট করে ভাগাভাগি হবে। এমন পরিস্থিতিতে ম্যাচ বয়কটের বিপক্ষে যুক্তি দাঁড় করালেন টেন্ডুলকার।

ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে শচীন বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছে ভারত। আবারও ওদের হারানোর সময় এসেছে। আমি ব্যক্তিগতভাবে ওদের ২ পয়েন্ট দেওয়াকে ঘৃণা করি।’

শচীনের টেন্ডুলকারের মতোই একই কথা বলেছিলেন ভারতের আরেক কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কর। তার বক্তব্য ছিল, ‘পাকিস্তানকে বয়কট করলে কারা জিতবে? সেমিফাইনাল বা ফাইনালের কথা বলছি না। কে জিতবে? পাকিস্তান। কারণ, ওরা দু’পয়েন্ট পাবে।’

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার আরও বলেন, ‘এমন কথা বললেও ভারত আমার কাছে সবার ঊর্ধ্বে। তাই দেশ যা সিদ্ধান্ত নেবে, আমি মনেপ্রাণে সেটাই সমর্থন করব।’

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: