চাটমোহরে রেলওয়ে পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৪ পিএম

পাবনার চাটমোহর রেলস্টেশন ও তার আশে পাশের অন্তত অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিপুল সংখ্যক রেলওয়ে কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ভূ সম্পদ কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, অবৈধ ভাবে রেলওয়ে বিভাগের জায়গা দখলদার দের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানটি শুধু চাটমোহর স্টেশন দিয়েই শেষ নয়। পাবনার ঈশ্বরদী থেকে শুরু করে ঢাকার জয়দেবপুর স্টেশন পর্যন্ত পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: