এক নজরে লিটন দাসের শেষ ১০ ইনিংস!

তামিম ইকবালের যোগ্য সঙ্গী হিসেবে অনেককে দিয়ে চেষ্টা করা হলেও এখনও বিসিবি তেমন কাউকেই পায় নি। জুনায়েদ সিদ্দিকী থেকে সর্বশেষ লিটন কুমার দাস, মাঝে মধ্যে এরা ভালো ইনিংস খেললেও থাকে না ধারাবাহিকতা। যার ফলে বাংলাদেশের ওপেনিং ঘাটতি এখনও বিরাজমান। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড এর বিপক্ষে সেই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। সিরিজের শেষ ম্যাচে মাত্র ২ রানে আউট হয়েছে প্রথম সারির ৩ ব্যাটসম্যান। এক নজরে দেখে নিন বর্তমানে তামিম ইকবালের ওপেনিং পার্টনার লিটন দাসের শেষ ১০ ইনিংস-
১) নিউজিল্যান্ড: স্বাগতিক নিউজিল্যান্ড এর বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লিটন দাস করেছেন মাত্র ১ রান। এর আগে প্রথম ও দ্বিতীয় ম্যাচেও করেছেন ১টি করে রান। মোট ৩ ম্যাচে ৩ করেছেন টাইগারদের টপ অর্ডার এই ব্যাটসম্যান।
২) নিউজিল্যান্ড একাদশ: নিউজিল্যান্ড জাতীয় দলের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড একাদশ এর বিরুদ্ধে। সেই ম্যাচে লিটন করেন মাত্র ৩ রান।
৩) বিপিএল: সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এ (বিপিএল) লিটন ছিলেন যথারীতি ব্যর্থ। খেলেছেন সিলেট সিক্সার্স এর হয়ে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তার দল। বিপিএল এ শেষ ৬ ইনিংসে লিটন এর রান যথাক্রমে ১০, ৩৪, ২৪, ০, ১১, ২৭।
উপরোক্ত পরিসংখ্যান থেকে বোঝাই যায় একদম ছন্দে নেই সর্বশেষ এশিয়া কাপে ভারতের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরী করা লিটন কুমার দাস। বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তসহ সকল শুভাকাঙ্খীদের প্রত্যাশা আবার চেনা ছন্দে ফিরবেন প্রতিভাবান এই ব্যাটসম্যান।
বিডি২৪লাইভ/আরআই/এমআর
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: