ফের পুরান ঢাকায় রাতে আগুন

আমিনুল ইসলাম রোমান: চকবাজার ট্রাজেডির রেষ কাটতে না কাটতে আবারও পুরান ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডের লিজা গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
লালবাগ ফায়ার স্টেশনে কর্মরত জুয়েল রানা বিডি২৪লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত আটটার দিকে পুরান ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডে সাততলা ভবনের তৃতীয় তলায় লিজা গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আয়রনের তার লিকেজ হয়ে স্পার্ক করে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি আরো জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং কোন হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানান তিনি।
তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিডি২৪লাইভ/এআইআর
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: